১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত
আকাশ
তারিখ: 2024-02-11
মনোমুগ্ধকর কবিতা। অসাধারন লাগে কবিতাগুলো, প্রতিদিনের পাঠক।
শাহ জামাল উদ্দিন
তারিখ: 2024-02-11
আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে কবিতাগুলো।
Shimul Mondol
তারিখ: 2024-02-12
অনেক সুন্দর লেগেছে কবিতাগুলো। সত্যি আপনি দারুন প্রতিভার অধিকারী। আপনার কাছ থেকে আরো অনেক সুন্দর সুন্দর কবিতা পেতে চাই।
মাহিদুল ইসলাম, আবৃত্তি শিল্পী
তারিখ: 2024-03-13
আমি কবি শাহ জামাল উদ্দিনের ৩০টা কবিতা আবৃত্তি করে তার সম্বন্ধে যে অভিজ্ঞতা হলো তাতে বলা যায় তিনি একজন প্রকৃতি ও প্রেমের কবি। কবিতার বিশেষ বৈশিষ্ট্য আঙ্গিকে, তাঁর সকল কবিতাই আকারে ছোট। কিন্তু গভীরতা আছে প্রতিটি কবিতায়। তাঁর কবিতা আপনাকে নষ্টালজিক করে তুলবে। আপনাকে মুহূর্তে ছুটিয়ে নিয়ে যাবে আপনার ফেলে আসা দিনের কাছে, নিসর্গের কাছে। আর খুব গভীরে পাবেন নদীর তলদেশের স্রোতধারার মতো এক নিরব বহতা প্রেম।
রুশেমা বেগম
তারিখ: 2024-03-13
শাহ্ জামাল উদ্দিন মৌলিক ভাব ও বক্তব্যের এক ভিন্ন পথের অনুসন্ধানী কবি। তাঁর কবিতার ভাষা সহজ, সরল, সাবলীল, অবাধগতি। মর্মে লুকিয়ে থাকা জীবনের অগণিত বিচিত্র সব অনুভূতির স্বতঃস্ফুর্ত সহজ প্রকাশ। জন্মসীমার আলো ও অন্ধকারের নানাবিধ চিত্র, দৃশ্য সব মিলে তাঁর কবিতার শরীর। এতে শিশিরসিক্ত শিউলির সুরভিত ভালোবাসা, সুরভিত মায়াময় স্নিগ্ধতা মিশানো। কখনো আবার প্রখর উদ্যম আর মর্মস্পর্শী মনন। মেঘমেদুর আকাশের বৃষ্টির মত, সমুদ্রের তরঙ্গের কলধ্বনির মত মন মাতানো উচ্ছ্বল তাঁর ছোট্ট ছোট্ট কবিতাগুলি - পাঠক ও স্রোতার হৃদয়ে বিস্ময় জাগরুক। এমন অকপট, থরথর অশ্রুবিন্দুর মত অপরূপ সৃষ্ট তাঁর কাব্য বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে পৌঁছে দেবে নতুন দিগন্তে।
অজানা পাঠক
তারিখ: 2025-03-26
আপনার কবিতা মানুষের হৃদয় ছুয়ে যায়, কলিজা ভেদ করে যায়। এজেন প্রাণ এ যেন নতুন এক ছোয়া। সর্ব শেষ বলি অনলাইনে আমি আপনাকে পেয়ে ধন্য। আপনি একজন জাত কবি। সালাম আপনাকে ভালোবাসা নিয়েন।
মাহমুদুল হাসান
তারিখ: 2025-06-04
সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ
মোঃ আমীর হোসেন সোহাগ
তারিখ: 2025-06-04
অসাধারণ কবিতার ছন্দে কোকিলকণ্ঠ মধুময় আবৃত্তি শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে যাই,যখন ঘুম ভাঙ্গে তখন আপসোস পোহাতে থাকি কেন ঘুমালাম অবেলায় কেন ঘুম আসলো কারণ তখন কবিতাটির সুর শেষ হয়ে গেছে শুনতে পারিনি অবশিষ্ট আবৃত্তি।
মো ইয়াসিন আরাফাত
তারিখ: 2025-06-04
আমি কবিতা লেখতে ভালোবাসি আমার নিজের লেখা অনেক কবিতা আছে, এখন আমি নিজেকে একজন কবি হিসেবে প্রকাশ করতে চাই
মো: রুহুলআমিন(রকি)
তারিখ: 2025-06-04
আমি একজন নতুন ক্ষুদ্র লেখক সবাই সাপোর্ট করবেন প্লিজ
আলী মোহাম্মদ মেহেদী হাসান(হৃদয়)
তারিখ: 2025-06-05
আলহামদুলিল্লাহ। সমাজের মানুষকে সচেতন করার ভালো একটি উদ্যোগ
Md Parbeg Kabir
তারিখ: 2025-08-13
Poem about parents because I miss my father so much