মোহন বাঁশি

শাহ জামাল উদ্দিন

তোমাকে ভালোবেসে হবো আমি পরবাসী যদি তুমি হও আমার মোহন বাঁশি অন্যরকম হাওয়ায় নৌকায় বসে বসে যখন বেলে হাঁস দেখি তখন তুমি থাকো ভরা নদী আমি জোছনায় আলোকিত উৎসবের তারাভরা রাত্রি তোমার উষ্ণ ছোঁওয়ায় বুঁদ হয়ে খুঁজবো তোমার মাতাল হাসি।

👁 Views: 97

তোমাকে যদি পেয়ে যাই

শাহ জামাল উদ্দিন

এমন সময় তুমি একা থাকবে এখানে। হয়তো আবার আসবে কাছে ভেসে ভেসে একখানা মেঘ হয়ে কোন এক রৌদ্র দিনে। কখনো অন্ধকার ঘাসে জোছনায় মিশে থাকবো দু'জন আমরা সেখানে।। তুমি জেগে থাকো আঁধারে। প্রেম থেকে দূরে। আমি একা একা উঠে যাই নিরিবিলি পাহাড়ে মন শুধু তোমাকেই টানে।। কখনো অতীত থেকে ডেকে আনি তোমাকে ধলেশ্বরী নদী জলে। আমি নিজেকে হারাই তোমাকে পেলে। আমি বহুকাল হেটে বেড়াই তোমাকে পাবার জন্যে বসন্তের টানে।।

👁 Views: 88

তুমি চলে গেলে

শাহ জামাল উদ্দিন

আবার আমার ইচ্ছে করে দেখতে তোমায় আগুন ঝড়া তারার ভীড়ে তুমি থাকো আমার মনের গহীন ঘরে আমি থাকি চতুর্দিক তোমায় ঘিরে এই শহরে নীলাভ রাতে দেখি তোমায় বারে বারে শীতের বুকে শিশির ভেজা ঘাসের কাছে তোমার কথা বলি গোপন ঘরের দরজা খুলে একলা চলি তখন তুমি চলে গেলে চোখের জলে সংগোপনে তোমার হাতের মেহেদী রঙ মুছে ফেলে অভিমানে আমার দিকে চাওনি ফিরে।।

👁 Views: 72

কবি পরিচিতি

BanglaKobita

শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

ফেসবুক পেইজ

কবিতা আবৃত্তি