Warning: include_once(inc/head.php): Failed to open stream: No such file or directory in /home/foodnrwi/banglakobita.org/banglakobita.php on line 4

Warning: include_once(): Failed opening 'inc/head.php' for inclusion (include_path='.:/opt/alt/php81/usr/share/pear:/opt/alt/php81/usr/share/php:/usr/share/pear:/usr/share/php') in /home/foodnrwi/banglakobita.org/banglakobita.php on line 4

তবু তুমি তাকে দিও

শাহ জামাল উদ্দিন

তবু তুমি তাকে চন্দ্রমল্লিকার টিপ দিও
শিউলি ফুলের মালা দিও
মাধবীলতার দুল দিও ফুলেফুলে সাজিয়ে রেখ
আমাকে শুধু দেখতে দিও
আর কিছু না হয় না দিও ।

সৌভাগ্যের দরজা খোলার চাবি দিও
সেখানে থাকতে দিও
জীবনের সমস্ত সুখের নিবিড় আয়োজন
করতে দিও
আমাকে শুধু দেখতে দিও
আর কিছু না হয় না দিও ।

স্বপ্নের সিঁড়ি বেয়ে
পাহাড়ের দারুন উচ্চতায় উঠতে দিও
প্রতিটা সকালে নতুন আলো দিও
আমাকে শুধু দেখতে দিও
আর কিছু না হয় না দিও ।

বাতাসের সমুহ উচ্ছ্বাসে
আকাশের নীল রঙের জৌলুশে
কিছুদিন ভাসতে দিও
আমাকে শুধু দেখতে দিও
আর কিছু না হয় না দিও ।

এভাবে আমার ভাগ্যলিখন লিখতে থাকো
যেন তাকে ছুঁয়ে দিতে না পারি কোন দিনও
আমাকে শুধু দেখতে দিও
আর কিছু না হয় না দিও ।

কবি পরিচিতি

BanglaKobita

শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

ফেসবুক পেইজ

কবিতা আবৃত্তি