Warning: include_once(inc/head.php): Failed to open stream: No such file or directory in /home/foodnrwi/banglakobita.org/banglakobita.php on line 4

Warning: include_once(): Failed opening 'inc/head.php' for inclusion (include_path='.:/opt/alt/php81/usr/share/pear:/opt/alt/php81/usr/share/php:/usr/share/pear:/usr/share/php') in /home/foodnrwi/banglakobita.org/banglakobita.php on line 4

নেতা আমি

শাহ জামাল উদ্দিন

সেবার নামে হচ্ছেটা কী-
নিজের নামে দেশবিদেশে দশটা বাড়ি
গর্বকরে বলতে পারি আমার ছেলে আমার মেয়ে
থাকেন তারা বিদেশ বাড়ি
আমার দেশের সেবক আমি !

কালো টাকা সাদা করার যাদুকরী বিদ্যে জানি
লুটের দারুন কায়দা জানি
আমার দেশের সেবক আমি !

অল্প টাকায় গরীব মানুষ কিনতে জানি
তাইতো তারা দিচ্ছে আমায় জয়ধ্বনী
নেতা আমি-দেশের সেবার কথা বলে
ভোট ভিক্ষা করে আনি
জিতে গেলে তখন কি আর আমি তাদের চিনতে পারি
আমার শুধু চিন্তা থাকে লুটের টাকা
কেমনে পাঠাই বিদেশ বাড়ি
আমার দেশের সেবক আমি !

দেশের সেবার নামে আমি
ছোট থেকে বড় নেতা হয়ে গেছি
দেশবিদেশে দশটা বাড়ি
লুটের টাকা পাঠাই আমি বিদেশ বাড়ি
আমার দেশের সেবক আমি !

কবি পরিচিতি

BanglaKobita

শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

ফেসবুক পেইজ

কবিতা আবৃত্তি